মেসি ও নেইমারের বন্ধুত্ব নিয়ে বলার কিছু নেই। বিশ্বের সবাই তাদের বন্ধুত্বের আরও সুন্দর দিকটি দেখতে পেয়েছিল কোপা আমেরিকার ফাইনালে। সেবার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মেসির আর্জেন্টিনা। কিন্তু ফাইনালে হেরেও মেসিকে জড়িয়ে ধরে কান্না বিজড়িত চেহারায় অভিনন্দন জানিয়েছিলেন সেবার।
তার ব্যাতিক্রম ঘটেনি এবারও। ফ্রান্সকে বিশ্বকাপে হারানোর পর পরই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটের মাধ্যমে মেসিকে অভিনন্দন জানান নেইমার।
যেখানে বিশ্বকাপ ও গোল্ডেন বলের ট্রফির সঙ্গে মেসির একটি ছবি আপলোড করে নেইমার ক্যাপশনে লিখেছেন, ‘অভিনন্দন ভাই’। একই সাথে একটি হাততালির ইমোজি জুড়ে দেন তিনি।
ব্রাজিল ও আর্জেন্টিনা দুই চিরপ্রতিদ্বন্দ্বী হলেও মেসি ও নেইমারের মধ্যে বন্ধুত্ব খুবই ভালো। ক্লাব ক্যারিয়ারে একসাথে খেলার কারণে তাদের মধ্যে সখ্যতাও অনেক। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে দুজনে মিলে জিতেছেন অনেক শিরোপা। এরপর এখন ফ্রান্সের ক্লাব পিএসজির হয়ে দুজনে মিলে জুটি গড়ে মাঠ মাতাচ্ছেন তারা।এর আগেও তাদের বন্ধুত্বের প্রমাণ মিলেছে ২০২১ সালের কোপার ফাইনালেও। সেবার নেইমারকে শান্তনা দিয়েছিলেন মেসি।