বিনোদন

বিয়ে করলেন বলিউড অভিনেত্রী সোনালী

দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর প্রেমিককে বিয়ে করলেন বলিউড অভিনেত্রী সোনালি সায়গল। বাঙালি এই অভিনেত্রীর বরের নাম অশেষ সাজনানি। বুধবার (৭ জুন) গুরদ্বারায় শিখ রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বলিউড বাবল এ খবর প্রকাশ করেছে।

সোনালি-অশেষের বিয়ের বেশ কটি ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, সোনালির পরনে মণীষ মালহোত্রার ডিজাইন করা পিঙ্ক রঙের শাড়ি এবং সিলভার রঙের হীরার গহনা। অন্যদিকে অশেষের পরনে অফ হোয়াইট শেরওয়ানি। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ফটো সেশনের জন্য পোজ দিতেও দেখা যায় এই নবদম্পতিকে।

অশেষ-সোনালি দীর্ঘ পাঁচ বছর প্রেম করেছেন। কিন্তু তাদের এ সম্পর্ক গোপন ছিল। কারণ তারা চাননি এ খবরে মিডিয়াতে আসুক। অবশেষে পাঁচ বছরের সম্পর্ক পরিণয় পেলো। সোনালি অভিনয়ের মানুষ হলেও তার বর পেশায় ব্যবসায়ী, তার রেস্তোরাঁর ব্যবসা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *