বিশ্বকাপ ফুটবল নিয়ে বাংলাদেশের মানুষদের উন্মাদনার খবর এখন ছড়িয়ে পড়েছে সারা বিশ্বের সর্বত্র। বিশ্ব মিডিয়ায় এ নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। খবর পৌঁছে গেছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কোলানির কানেও
বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকদের প্রাণ উজাড় করা সমর্থন সম্পর্কে জেনেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। তাইতো অস্ট্রেলিয়ার বিপক্ষের শেষ ষোলোর ম্যাচের আগে শুক্রবার (০২ ডিসেম্বর, ২০২২) বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
লিওনেল স্কালোনি বলেছেন, ‘তারা যা করছে তা সত্যিই বিস্ময়কর। বাংলাদেশের মানুষ এভাবে আমাদের সমর্থন দিচ্ছে, এটা সত্যিই আমাদের গর্বিত করেছে।’
তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাপী আর্জেন্টিনার সমর্থকরা সবসময় নিজেদের অবস্থান জানান দেয়। এটা অবশ্য ঐতিহাসিকভাবে হয়ে আসছে। আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ। পোল্যান্ডের বিপক্ষের ম্যাচে যেমন সমর্থন পেয়েছিলাম, আশা করছি অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচেও তেমনটা পাব। পোল্যান্ডের বিপক্ষের ম্যাচে তাদের সমর্থন পেয়ে মনে হচ্ছিল আমরা আর্জেন্টিনাতেই খেলছি।’
‘আমরা আমাদের সেরাটা দিয়ে খেলবো। এটা ফুটবল, এখানে যেকোনো কিছু ঘটতে পারে। তবে আমাদের অনুভূতি খুব ভালো।’ যোগ করেন তিনি।
উল্লেখ্য,আগামীকাল শনিবার শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।