বিশ্ব বিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় সর্বশেষ

৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে নিষেধাজ্ঞা ইউজিসির

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর এখন চলছে বিশ্ববিদ্যালয় ভর্তির মওসুম। এই অবস্থায় উচ্চশিক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলেছে বিশ্ববিদ্যালয়গুলোর তদারকি সংস্থা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। গত বুধবার (২৯ মার্চ) ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পরিচালক ওমর ফারুক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

একইসঙ্গে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অবস্থা তুলে ধরেছে ইউজিসি। এতে ৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ভর্তিতে নিষেধাজ্ঞা কথা বলা হয়েছে। এরমধ্যে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে আর তিনকে ‘অবৈধ’ ঘোষণা করা হয়েছে। এছাড়া বোর্ড অব ট্রাস্টিজ নিয়ে দ্বন্দ্ব এবং আদালতে মামলা বিচারাধীন রয়েছে ৩টি বিশ্ববিদ্যালয়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *