দুই অঙ্গনের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও চিত্রনায়ক নিরব হোসেন। আজ সকালে দুজনে হেলিকপ্টারে উড়ে গেলেন বরিশালের গৌরনদীতে। সেখানে সুন্দরদী গ্রামের আলহাজ নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালে দুস্থদের জন্য বিনা মূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করলেন তাঁরা।
হাসপাতালের প্রতিষ্ঠাতা লন্ডনপ্রবাসী ব্যারিস্টার মনির হোসেন জানান, সকাল সাড়ে ১০টায় সাকিব আল হাসান ও নিরব হোসেন ঢাকা থেকে হেলিকপ্টারে গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নামেন। এ সময় গৌরনদীর সর্বস্তরের জনতা তাঁদের অভ্যর্থনা জানান। পরে সেখান থেকে বিনা মূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচিতে অংশ নেন সাকিব ও নিরব। এ সময় সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা। বিকেলে তাঁরা ঢাকায় ফেরেন।
অভিনেতা নিরব বলেন, ‘হঠাৎ করেই বরিশালের গৌরনদীর আলহাজ নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালে দুস্থদের জন্য বিনা মূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচিতে অংশ নেওয়ার প্রস্তাব আসে। এ ধরনে আয়োজনে অংশ নিতে পারলে মানসিক তৃপ্তি পাই। তাই অন্য ব্যস্ততা কমিয়ে চলে যাই গৌরনদীতে। ভালো লাগছে এমন আয়োজনের সঙ্গে থাকতে পেরে।’