বাংলাদেশের বর্তমান দুই জনপ্রিয় নায়িকা পরীমনি এবং বিদ্যা সিনহা মিমের দ্বন্দ প্রকাশ্যে। পরীমনির ফেসবুক স্ট্যাটাস দিয়ে কটাক্ষ করেছেন মিম কে, অন্যদিকে মিম কারো নাম উল্লেখ না করে স্ট্যাটাস দিলেও তা যে পরীমনিকে ইঙ্গিত করে দিয়েছেন তা সহজেই অনুমেয়। মূলত ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমায় এক হয়ে কাজ করেছেন রাজ-মীম। মূলত সিনেমার পরেও রাজের সাথে মিমের ঘনিষ্ঠতা নিয়ে পরীমনির ক্ষোভ।
এদিকে পরী-রাজ-মিম ইস্যুটিকে ইঙ্গিত করে মুখ খুলেছেন নবাগত চিত্রনায়িকা হুমায়রা সুবাহ। গত শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে সোশ্যাল মিডিয়ায় পরীমনিকে ট্যাগ করে দেওয়া স্ট্যাটাসে সুবাহ লিখেছেন, এত কিছু দেখে বলতেই হচ্ছে, সংসার সুখের হয় রমণীর গুণে নয়, পুরুষের ভালো চরিত্রে। আমিও কিন্তু আমার জীবনে ভুক্তভোগী ছিলাম।