রিজেন্ট বোর্ডে প্রস্তাব বাতিল হওয়ায় বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের শিক্ষক দ্বারা অবরুদ্ধ হয়েছেন বশেমুরবিপ্রবি উপাচার্য।
আজ সোমবার (১৪ নভেম্বর) দুপুর ১২ টায় বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ উপাচার্যকে তার কক্ষে অবরুদ্ধ করেন। পরবর্তীতে দুপুর ২ টায় শিক্ষকদের একটি দল আলোচনার জন্য উপাচার্য দপ্তরে প্রবেশ করেন।
এ বিষয় জানতে চাইলে শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টর ড. মো কামরুজ্জামান বলেন, জটিলতা নিরসনে তাদের প্রস্তাবনাগুলো পুনরায় রিজেন্ট বোর্ডে পাঠানো হয়েছে।