কলেজ বার্তা সর্বশেষ

প্রতিকূল আবহাওয়ার কারণে পেছানো হল তিনটি বোর্ডের এইচএসসি পরীক্ষা

টানা বর্ষণে জলাবদ্ধতা ও পাহাড়ি ঢলে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছানো হয়েছে। একই সঙ্গে পেছানো হয়েছে মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সারাদেশের এইচএসসি ও আলিম পরীক্ষা। এ তিন বোর্ডে আগামী ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

এ তিন বোর্ড ছাড়া অন্য ৮টি বোর্ডের এইচএসসি পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের শুক্রবার (১১ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের বরাত দিয়ে এ তথ্য জানান তিনি।

এম এ খায়ের জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট থেকে শুরু হবে। অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *