আবারও সংবাদের শিরোনাম হয়েছেন নতুন প্রজন্মের ভারতীয় মডেল-অভিনেত্রী উর্ফি জাভেদ। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, দুবাইয়ের উন্মুক্ত স্থানে খোলামেলা অবস্থায় ছবি তোলা ও ভিডিওচিত্র ধারণের জন্য তাকে পুলিশি জেরার মুখোমুখি হতে হয়েছে। কোনো কোনো গণমাধ্যম জানাচ্ছে তাকে এ কারণে সোমবার (১৯ ডিসেম্বর) পুলিশ আটকও করেছে। তবে এর নির্ভরযোগ্য কোনো সূত্র নেই।
জানা গেছে, দুবাই সরকারের আইন-কানুনের অবমাননা করে অশ্লীল পোশাকে পরে প্রকাশ্য রাস্তায় ফটোশুট করেন উরফি। এতে দেশটির পুলিশ অভিনেত্রীকে আটক করেছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। সেই সঙ্গে তার ভারতে ফেরার টিকিটও বাতিল করে দেওয়া হয়েছে। বলা চলে, বড় বিপদেই ফেঁসেছেন এই অভিনেত্রী।
‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’ টিভি ধারাবাহিকে অবনি চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন উরফি জাভেদ। পাশাপাশি ‘মেরি দুর্গা’, ‘বেপানাহ’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘পাঞ্চ বিট’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে দেখা গেছে তাকে।