ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার গ্র্যাজুয়েশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আইবিএ গ্র্যাজুয়েটদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট দক্ষ ও মানসম্পন্ন বিজনেস গ্র্যাজুয়েট তৈরির একটি অনন্য প্রতিষ্ঠান।
তিনি বলেন, জাতির প্রত্যাশা পূরণে গ্র্যাজুয়েটদের আন্তরিকভাবে কাজ করতে হবে। পরিবার, সমাজ ও দেশের কল্যাণে তাদের আত্মনিয়োগ করতে হবে। সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক, জ্ঞান ও প্রযুক্তি নির্ভর এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ প্রতিষ্ঠায় তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
এই অনুষ্ঠানে আইবিএ-এর বিবিএ ২৬তম ব্যাচ, এমবিএ ৬২তম ব্যাচ এবং এক্সিকিউটিভ এমবিএ ও ডিবিএ প্রোগ্রামের মোট ২৫৬ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান করা হয়।