নরসিংদী সরকারি কলেজের ডিগ্রি ২য় বর্ষে অধ্যয়নরত তানভীর হাসান ইসহাক (২১) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে শনিবার (১২ নভেম্বর) শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫ টায় ইন্তেকাল করেছেন।
নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাব এলাকার কামরুল হাসানের ছেলে তানভীর। দীর্ঘদিন তিনি ভারতেও চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। বিগত ২মাস যাবত ভারতের ডাক্তারদের পরামর্শক্রমে শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। তার কেমোথেরাপি চলছিলো। গত ১ সপ্তাহ যাবত তার অবস্থার অবনতি হতে শুরু করে খাওয়া-দাওয়া বা কোন কিছু পান করতে পারছিলেন, খেলেই বমি করতেন। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তানভীর কলেজের মেধাবী ছাত্র ও নম্রভদ্র হিসেবে পরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া ও অন্যান্য শিক্ষকরা। শোকের ছায়া নেমে এসেছে তার সহপাঠী ও অন্যান্য শিক্ষার্থীদের মধ্যেও।