উপসাগরীয় ঝড়ের কবলে পড়ে শতাধিক ক্রু সম্মলিত থাইল্যান্ডের একটি যুদ্ধ জাহাজ ডুবে গেছে। ঘটনায় ৩১ নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে থাই নৌবাহিনী। রবিবার রাতে এইচটিএমএস সুখোথাই নামের জাহাজটির পাওয়ার কন্ট্রোলে পানি প্রবেশ করায় ডুবে গিয়েছে। খবর বিবিসির।
রয়েল থাই নেভি জানিয়েছে, এইচটিএমএস সুখোথাই নামের জাহাজটিতে ১০৬ জন ছিল। রোববার (১৮ ডিসেম্বর) রাতে এটি ডুবে যায়।
সোমবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ৭৫ জনকে উদ্ধার করা হয়। তবে এখনো ৩১ জন নিখোঁজ রয়েছেন। তাছাড়া বেঁচে যাওয়াদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্র থাই রয়েল নেভি তিনটি ফ্রিগেট ও দুটি হেলিকপ্টার পাঠিয়েছে। মেশিনের সাহায্যে জাহাজটিকে তোলার চেষ্টা করলেও সম্ভব হয়নি।