পশ্চিমা দেশে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক প্রায় প্রত্যেক শিক্ষার্থীরই স্বপ্ন ইউরোপের ভালো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। এর মূল কারণ হচ্ছে ইউরোপের শিক্ষার মান ও জীবনযাত্রার মান বেশ উন্নত। এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনার জন্য কোন প্রকার টিউশন ফি লাগে না।
রয়েছে ভ্রমণের সুযোগ। সব মিলিয়ে শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকে ইউরোপ মহাদেশ। চলুন জেনে নেওয়া যাক উচ্চশিক্ষার ক্ষেত্রে ইউরোপের সেরা ১০টি বিশ্ববিদ্যালয় সম্পর্কে।
(১) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ( University of Oxford )
ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে অবস্থিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ইংরেজি ভাষাভাষী জগতের সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয়। ধারণা করা হয় ১১শ শতাব্দীর শেষ দিকে অথবা ১২শ শতাব্দীর প্রথমে এই বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম হিসেবে সর্বস্বীকৃত।। এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির অবস্থান ইংল্যান্ডে। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ১১ হাজার শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছেন। ২০১৫ সালের রিপোর্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয়টিতে অবেদন গ্রহণের হার ১৭.৫%। কিউএস র্যাংকিং ২০২২ অনুযায়ী এটির অবস্থান ২য়।
(২) ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়
বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হচ্ছে ইউরোপের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি অন্যতম। আনুমানিক ১২০৯ খ্রিস্টাব্দে ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ প্রতিষ্ঠিত হয়। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়টি ইংল্যান্ডের ক্যামব্রিজ শহরে অবস্থিত। কিউএস র্যাংকিংয়ে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এটির অবস্থান ৩য়। ২০১৫ সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির আবেদন গ্রহনের হার ১৫%।
(৩) লন্ডন স্কুল অব ইকোনোমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (London School of Economics and Political Science)
বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এটি ৪৯তম এবং ইউরোপে ১০ম। ১৮৯৫ সালে এটি প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টিতে ১১ হাজার শিক্ষার্থী রয়েছে এবং আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭০%। তবে মজার বিষয় হচ্ছে, শুধুমাত্র এশিয়া থেকেই রয়েছে ৩০%।
(৪) ইউনিভার্সিটি কলেজ লন্ডন (University College London)
ইউনিভার্সিটি কলেজ লন্ডন ১৮২৬ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টি লন্ডনে অবস্থিত। এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ১ লাখ ৮৮ হাজার শিক্ষার্থী রয়েছে। কিউএস র্যাাঙ্কিং ২০২২ অনুযায়ী বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এটির অবস্থান ৯ম। তবে ইউরোপের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি ৫ম স্থান দখল করে আছে। বিশ্ববিদ্যালয়টিতে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫৩%।
(৫) কিংস কলেজ লন্ডন ( King’s College London )
সারা ইউরোপে কিংস কলেজ লন্ডন পঞ্চম হলেও লন্ডনে এটি তৃতীয় সেরা কলেজ। ১৮২৯ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। কিউএস র্যাঙ্কিং ২০২২ অনুযায়ী বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এটি ৩৫তম। ইউরোপে এটির অবস্থান ৯ম। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ২৬ হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ৮,০০০।
(৬) এডিনবার্গ বিশ্ববিদ্যালয় ( The University of Edinburgh )
এটি ১৫৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্বের সেরা ১০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় এটির অবস্থান ২০তম। ইউরোপে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৭ম। বিশ্ববিদ্যালয়টির ৫টি ক্যাম্পাস রয়েছে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তথ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়টিতে পার ৪১.৩১২ জন শিক্ষার্থী রয়েছে। যেখানে ফিমেল শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৪ হাজার ৭৮২ জন। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ১৩.৩৫৩ জন আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছে। ২০১৮ সালের তথ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়টিতে আবেদন গ্রহণের হার ১০%। আলেকজান্ডার গ্রাহাম বেল বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ছিলেন।
(৭) জুরিখ সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি ( ETH Zurich Swiss Federal Institute of Technology )
বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে জুরিখ সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি। বিশ্ববিদ্যালয়টির অবস্থান সুইজারল্যান্ডে। এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। ১৮৫৫ সালে ETH Zurich বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রায় ২৩,৪০০ ছাত্রছাত্রী রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে। যার মধ্যে ৩৩.২% রয়েছে ছাত্রী। ETH Zurich বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪০% বিশ্ববিদ্যালয়টিতে আবেদন গ্রহণের হার প্রায় ২৭%। বিশ্ববিদ্যালয়টিতে ২টি ক্যাম্পাস রয়েছে। আলবার্ট আইনস্টাইন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
(৮) ইম্পেরিয়াল কলেজ লন্ডন ( Imperial College London)
এটি ১৯০৭ সালের ৮ জুলাই প্রতিষ্ঠিত হয়। ইম্পেরিয়াল কলেজ লন্ডন বিশ্ববিদ্যালয়টি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৭ম স্থান দখল করে আছে। ইউরোপে এটির অবস্থান চতুর্থ। এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। Imperial College London বিশ্ববিদ্যালয়টি যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত। ইম্পেরিয়াল কলেজ লন্ডন বিশ্ববিদ্যালয়ে প্রায় ২০,000 শিক্ষার্থী রয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫৯% ২০১৫ সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্ববিদ্যালয়টিতে আবেদন গ্রহণের হার ১৪.৩%।
(৯) সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি লুসান ( Swiss Federal Institute of Technology Lausanne)
এই বিশ্ববিদ্যালয়টি ১৯৬৯ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। এটি সুইজারল্যান্ডে অবস্থিত। কিউএস র্যা ঙ্কিং ২০২২ অনুযায়ী বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এটির অবস্থান ১৪তম। ইউরোপে যার অবস্থান ষষ্ঠ। এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির ৫টি ক্যাম্পাস রয়েছে। ২০১৯ সালের তথ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ১১ হাজার ৪০০ জন ছাত্রছাত্রী রয়েছে। তাদের মধ্যে ১৯% ফিমেল স্টুডেন্ট এবং ৫৭.৪% আন্তর্জাতিক শিক্ষার্থী।
(১০) ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় ( The University of Manchester )
২০০৪ সালের ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এটির অবস্থান ২৮তম। ইউরোপে এটির অবস্থান ৮ম। বিশ্ববিদ্যালয়টি ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টিতে ৪০ হাজার ছাত্রছাত্রী রয়েছে। তাদের মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ হাজার। বিশ্ববিদ্যালয়টিতে আবেদন গ্রহনের হার প্রায় ৫৬%।