কাতার বিম্বকাপে ফেভারিট তকমা নিয়েই অংশ নেয় ব্রাজিল ফুটবল দল। কিন্তু ক্রোয়েশিয়ার কাছে হেরে সেরা ষোলোতেই বিদায় নেয় সেলেসাওরা। বিশ্বকাপের সেই ব্যর্থতার জন্য এবার হামলার শিকার হলেন কোচ তিতে। এ নিয়ে শুরু হয়েছে তদন্ত।
ব্রাজিলের রাজধানী রিওতে স্থানীয় সময় ভোর ৬টায় হাঁটতে বের হয়েছিলেন তিতে। এই সময় এক ছিনতাইকারী তাকে ধরে গলার চেইন ছিনিয়ে নেয়। যাওয়ার সময় ব্রাজিলের বিশ্বকাপ ব্যর্থতার জন্য দোষারুপও করে যায়।
ঘটনার বিস্তারিত জানিয়েছে, ব্রাজিলিয়ান পত্রিকা ও গ্লোবো। জানা গেছে, খুব সকালে প্রাতঃভ্রমণে হাঁটতে বের হয়ে ছিনতাইকারীদের কবলে পড়েন ব্রাজিলের সাবেক কোচ। দুর্বৃত্ত ওই সময় তার কাছ থেকে গলার চেইনও ছিনতাই করেছেন।
২০১৬ সালে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর কোপা আমেরিকা জিতেছিলেন তিতে। তবে টানা দুটি বিশ্বকাপে হট ফেভারিট দল নিয়ে গিয়েও শিরোপা জেতাতে পারেননি।
এবার কাতার বিশ্বকাপে হেক্সা মিশন নিয়ে যাওয়া ব্রাজিলকে সবাই শিরোপার অন্যতম দাবিদার ধরেছিল। কিন্তু ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় সেলেসাওরা।