চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক কর্মকর্তা/লিয়াঁজো অফিসার/সহকারী জনসংযোগ কর্মকর্তা পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার প্রায় ৯ মাস পর ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১১১ জন। গত ১৮ মার্চ এ পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. মমিনুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৪ ডিসেম্বর সকাল ১০টায় প্রতিষ্ঠানটির বোর্ডরুমে অনুষ্ঠিত হবে। প্রার্থীরা এই ওয়েবসাইট থেকে আবেদনপত্রে উল্লেখিত নিবন্ধন নম্বর দিয়ে ইন্টারভিউ কার্ড ডাউনলোড করতে পারবেন।
প্রার্থীদের অনুকূলে ডাকযোগে কোনো ইন্টারভিউ কার্ড পাঠানো হবে না। সব তথ্যের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রার্থীদের সব সনদের মূলকপি সঙ্গে আনতে হবে এবং একসেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।
উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরঃ
১২, ৩৩, ৪২, ১০৩, ১২৯, ১৩৪, ১৮৪, ২২৮, ২৫৭, ২৭৯, ২৮৪, ৩১৭, ৩৭২, ৩৭৯, ৩৯৪, ৪১৯, ৪৫২, ৪৬০, ৪৮১, ৫১০, ৫১৮, ৫২০, ৫৪৪, ৫৪৬, ৫৫৮, ৫৫৯, ৫৭৩, ৬০৮, ৬১১, ৬১৮, ৬৫১, ৬৫৭, ৬৫৮, ৬৫৯, ৬৬৭, ৬৭২, ৬৮০, ৬৯৯, ৭০৯, ৭১৯, ৭২১, ৭২৫, ৭২৭, ৭৩৮, ৭৪০, ৭৪৫, ৭৪৬, ৮১৩, ৮৩১, ৮৩৮, ৮৪২, ৮৯৫, ৮৯৭, ১৪২, ৯৮১, ৯৯৩, ১০০১, ১০৫০, ১০৬৩, ১১৩১, ১১৬৯, ১২০৩, ১২১৭, ১২৪৬, ১২৫৬, ১২৮৫, ১২৯২, ১২৯৮, ১৩০৯, ১৩৩১, ১৩৪৪, ১৩৪৫, ১৩৬২, ১৩৭১, ১৩৮৯, ১৩৯৬, ১৩৯৮, ১৪০১, ১৪১০, ১৪২৩, ১৪৪৯, ১৪৫২, ১৪৭৭, ১৫৪২, ১৫৪৫, ১৫৮১, ১৬২৬, ১৬৩১, ১৬৪৮, ১৬৫১, ১৬৫৮, ১৬৭৯, ১৭১৫, ১৭১৯, ১৭৪৭, ১৭৭০, ১৭৮০, ১৭৮৩, ১৭৯৪, ১৮০৮, ১৮২৯, ১৮৩৬, ১৮৪৫, ১৮৫৫, ১৮৭৭, ১৮৭৮, ১৮৮৪, ১৯২৪, ১৯২৫, ১৯৪৬ ও ১৯৪৮। মোট ১১১ জন।
সরাসরি দেখতে ক্লিক করুন