আন্তর্জাতিক

কম্বোডিয়ায় ক্যাসিনোতে আগুন লেগে নিহত ১০

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহর পোয়েপেটে একটি হোটেল-ক্যাসিনো ভবনে আগুন লেগে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় কম্বোডিয়ান পুলিশের একটি রিপোর্টের বরাত দিয়ে বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় বুধবার আনুমানিক সাড়ে ১১টায় দেশটির থাইল্যান্ডের সঙ্গে লাগোয়া সীমান্তে পোয়েপেট শহরের গ্র্যান্ড ডায়মন্ড সিটি হোটেল-ক্যাসিনোতে আগুন লাগে।

পুলিশের প্রতিবেদনে বলা হয়, প্রায় ১০ জন মারা গেছে এবং ৩০ জন আহত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ভয়াবহ আগুন থেকে বাঁচতে লাফ দিচ্ছেন অনেকে।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, থাইল্যান্ডের অনেক নাগরিকও রয়েছেন ওই হোটেলে।

আগুন লাগার কারণ জানতে এখনও কাজ করছে কর্তৃপক্ষ। এদিকে, থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনকে থাইল্যান্ডের সা কাইও প্রদেশের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পোয়েপেট হচ্ছে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ক্রসিং পয়েন্ট। এটি ক্যাসিনোর জন্য জনপ্রিয় শহরও। অনেক থাই নাগরিক সেখানকার ক্যাসিনোতে যান, কারণ থাইল্যান্ডে অধিকাংশ জুয়া খেলা অবৈধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *