কাজল রেখা কন্যা
ফারহান পিয়াল
কাজল রেখা বলছি তোমায়
কাজল চোখেই তোমায় মানায়
কে দিয়েছে নামটি তোমার?
কোন সে দেশের রাজকুমারী?
তাই তো বলি কৃষ্ণকলি ফুলের বনে
আপন মনে এলো চুলে দোলে দোলে
মনি পুরীর আঁচল ধরি
মেঘের ভেলায় হাওয়ায় উড়ি
পাহাড় নদী সব পেরিয়ে
চা বাগানের আল মাড়িয়ে
যাচ্ছো কোথায় উড়ে উড়ে
মনি পুরী শাড়ি পরে এ গ্রাম
সে গ্রাম ঘুরে ঘুরে কণ্ঠে চাঁপার
মালা পরে লাগছে তোমায়, মন্দ না!