বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম অন্যতম জনপ্রিয় অ্যাপ। এটি তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়। পুরো বিশ্ব জুড়েই এর বহু সংখ্যক ইউজার রয়েছে। ইউজাররা এই প্ল্যাটফর্মে প্রচুর সংখ্যক ফটো এবং ভিডিও শেয়ার করেন। এছাড়াও ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে রিল তৈরি করা হয়। এখন ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মের প্রভাব খুবই বেশি।
আজ আমরা জানাব ইন্সটাগ্রামে প্রোফাইল ভেরিফাই করার পদ্ধতি।
১.প্রথমে আপনি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল এর মধ্যে লগিন করুন। লগিন করা হলে ইনস্টাগ্রাম অ্যাপস এর মাধ্যমে আপনি আপনার প্রোফাইলে মধ্যে প্রবেশ করুন।
২. সেখান থেকে সেটিং অপশনে ক্লিক করতে হবে
৩.সেটিং অপশন থেকে একাউন্ট অপশনে যেতে হবে
৪. এরপর রিকোয়েস্ট ভেরিফিকেশন অপশনে যেতে হবে
৫.তারপর একটি ফর্ম ওপেন হবে, সেখানে এনআইডি বা জন্মসনদ অনুযায়ী নাম ও আনুষঙ্গিক তথ্য দিতে হবে। তারপর ডান বাটনে চাপ দিতে হবে।
সমস্ত তথ্য দেওয়ার পর আপনাকে কিছুসময় অপেক্ষা করতে হবে। তারপর ইন্সটাগ্রাম কতৃপক্ষ চাইলে প্রয়োজনীয় তথ্যাদি দেখে আপনার একাউন্ট ভেরিফাই করতে পারে। আবার নাকচও করে দিতে পারে। নাকচ করে দিলে পুনরায় চেষ্টা করতে হবে।