বিনোদন

ইউরোপের ৩ দেশে কনসার্ট করবে অ্যাশেজ

দেশের সীমানা পেরিয়ে এবার ইউরোপের ৩টি দেশে কনসার্ট করতে যাচ্ছে বাংলাদেশের স্বনামধন্য ব্যান্ড ‘অ্যাশেজ’। ডিসেম্বর মাসের ২৩ এবং ২৬ তারিখ যথাক্রমে ইউরোপের নেদারল্যান্ডসের আমস্টারডাম, জার্মানির ফ্রাঙ্কফুর্ট এবং ফ্রান্সের ঐতিহ্যবাহী প্যারিস শহরে হতে যাচ্ছে সেই জমকালো কনসার্টগুলো।

‘বাংলাদেশ ভিকট্রি ডে সেলিব্রেশন কনসার্ট’ শীর্ষক এই কনসার্টগুলো হতে যাচ্ছে নেদারল্যান্ডসের হেগ-এ অবস্থিত বাংলাদেশি দূতাবাস এবং স্টিটিচিং ডাচ বাংলা কালচারাল সেন্টার নেদারল্যান্ডসের যৌথ আয়োজনে।

কনসার্টের অন্যতম প্রধান আয়োজক স্টিচিং ডাচ বাংলা কালচারাল সেন্টারের ইমরান জানান, ইউরোপে আমরা বাংলাদেশি ব্যান্ডগুলোর জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছি। সে উদ্দেশেই তাহসান ও অ্যাশেজ ব্যান্ড নিয়ে এই কনসার্টের আয়োজন করছি। এর মাধ্যমে তারা সেখানে ইউরোপীয় স্ট্যান্ডার্ডের মানসম্পন্ন কনসার্টে পারফর্ম করার সুযোগ পাবেন।

‘অ্যাশেজ’ ব্যান্ডের ভোকালিস্ট জুনায়েদ ইভান বলেন, ইউরোপে এটা আমাদের প্রথম কনসার্ট। আমরা সত্যিই কনসার্টের জন্য ভীষণ খুশি এবং কনসার্টগুলো আমাদের জন্য বেশ স্মরণীয় হয়ে থাকবে বলে আশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *