বিশ্বকাপে হট ফেবারিট হয়ে খেলতে আসা আর্জেন্টিনা সৌদি আরবের সাথে প্রথম ম্যাচ হেরে এখন নকআউট পর্বে যাওয়াই শঙ্কা হয়ে দাড়িয়েছে। নকআউট পর্বে নিশ্চিত করার জন্য আজ তাদের দিতে হবে মেক্সিকোর সামনে কঠিন পরীক্ষা এই ম্যাচ ড্র করলে তাদের তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলের হার জিতের উপর। আর হারলে বিশ্বকাপ মঞ্চ থেকে নিতে হবে বিদায়।তাই আজকের ম্যাচকে বিশ্বকাপের ফাইনালের চোখে দেখছে আর্জেন্টিনা।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে লাউতারো মার্টিনেজ বলেন, ‘এটা আমাদের জন্য ফাইনালের মতো। আমরা নিজেদের ওপর কতটা বিশ্বাস রাখছি, এই ম্যাচটিই ঠিক করে দেবে।’
আর্জেন্টাইন ফরোয়ার্ড যোগ করেন, ‘মানসিকভাবে সেটা (সৌদির কাছে হার) আমাদের জন্য ছিল বড় ধাক্কা। তবে আমরা শক্তিশালী একটা দল যারা একতাবদ্ধ আছি।’
অন্যদিকে প্রথম ম্যাচে পোল্যান্ডের সাথে ড্র করেছে মেক্সিকো। তা গ্রুপ পর্বের বাধা পেরোতে হলে মেক্সিকোকে আজকের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে জিততে হবে। তাই কোন রকম ছাড়দিতে রাজি নয় মেক্সিকো।
মেক্সিকোর গোলরক্ষক গুইলেরমো ওচোয়া মনে করেন, মেসির মধ্যে সেই জাদুটা আছে। সে হয়তো কিছুই করবে না, আবার এক মিনিটেই ঘুরে দাঁড়িয়ে গোল করে দেবে। এটা দারুণ এবং কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আমরা লড়াই করতে প্রস্তুত, আমাদের চেহারা দেখাতেও।’
আজ রাত ১ টায় দুই মুখোমুখি হবে দুই দল। যে দল জিতবে সে দলই এগিয়ে থাকবে।