নতুন সিনেমার কাজে হাত দিয়েছেন ‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। ‘ফুটবল ৭১’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। সিনেমাটিতে আরেফিন শুভর বিপরীতে অভিনয় করবেন নুসরাত ফারিয়া।
সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন নুসরাত ফারিয়া। রোববার (১১ ডিসেম্বর) দুপুরে চুক্তিপত্রে স্বাক্ষর করার মুহূর্তের একটি ছবি ফেসবুকে পোস্ট করে তিনি। ক্যাপশনে এ অভিনেত্রী লিখেন— ‘আমার পরবর্তী! অনম বিশ্বাসের সঙ্গে।’
২০১৯-২০ অর্থবছরে একটি ছবির জন্য সরকারি অনুদান পেয়েছেন অনম। তবে করোনাজনিত কারণে কাজটি করতে পারেননি। এবার মাঠে গড়াচ্ছে ছবিটি। প্রাথমিক নাম দেওয়া হয়েছে ‘ফুটবল ৭১’। তবে এটি পরিবর্তন হতে পারে।
উল্লেখ্য, স্বাধীন বাংলা ফুটবল দলের প্রেক্ষাপটে ইতোমধ্যে একটি সিনেমা নির্মিত হয়েছে। রায়হান রাফী পরিচালিত ‘দামাল’ নামের সেই সিনেমা গেলো ২৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এখনও এটি সিনেমা হলে চলছে। ছবিটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম প্রমুখ।