বিশ্ব বিদ্যালয় স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়

রাবিতে অনুষ্ঠিত হচ্ছে শিক্ষক সমিতির নির্বাচন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির ২০২৩ কার্যনির্বাহী নির্বাচনের ভোটগ্রহণ চলছে। উৎসবের আমেজে ভোট দিচ্ছেন শিক্ষকরা।

সোমবার (১২ ডিসেম্বর) সকাল ৯টা বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে এক হাজার ৬৮ জন শিক্ষক ভোট দেবেন।

নির্বাচনে ১৫টি পদের বিপরীতে আওয়ামীপন্থী মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ প্যানেল) এবং বিএনপি-জামায়াতপন্থী বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদা প্যানেল) থেকে মোট ৩০ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমান কমিটির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামরুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *