করোনা মহামারীর কারণে বিগত দুই বছর বন্ধ ছিলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। কিন্তু আবারও শুরু হতে যাচ্ছে এই সুন্দরী প্রতিযোগীতা। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হয়।
এবারের আসরের বিচারক হিসেবে থাকবেন অভিনেত্রী সারা যাকের ও মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি খুব সম্মানিত বোধ করছি, এমন একটি আয়োজনে বিচারক হতে পেরে। বিউটি উইথ পারপাস স্লোগানটাও অনেক ভালো লেগেছে। তাই বলতে চাই, এগিয়ে যাও নারী; তোমরা অবশ্যই পারবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আগের আসরের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী জেসিয়া ইসলাম ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এসময় ঐশী বলেন—‘আমার জন্য মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খুব স্পেশাল, এটা আমার পরিচয়। এ পরিচয়ের মাধ্যমে আমি দেশকে ধারণ করি।’
আয়োজক প্রতিষ্ঠান অমিকন এন্টারটেইনমেন্ট ও অমিকন গ্রুপের চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, ‘‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ কোনো মডেল খোঁজে না; এ প্রতিযোগিতার মাধ্যমে আমরা রোল মডেল খুঁজি।’’
এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নেভিল ফেরদৌস হাসান বলেন, ‘বাংলাদেশের পতাকা আন্তর্জাতিক পর্যায়ে বহন করতে পারবে এমন একজনকে খুঁজি আমরা। শুধু সৌন্দর্য না, গুণের মাধ্যমে যারা বিশ্বকে পরিবর্তন করতে পারবেন এমন কাউকে খুঁজি।’
উল্লেখ্য, কয়েকদিন আগে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২২’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট (www.missworldbangladesh.com) কিংবা ফেসবুক পেজে গিয়ে আবেদন করতে পারবেন। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া চালু থাকবে। দেশ থেকে বিজয়ী একজনকে পাঠানো হবে ‘মিস ওয়ার্ল্ড’-এর বিশ্বমঞ্চে।