বিদেশ শিক্ষা স্কলারশিপ

অস্ট্রিয়ায় স্কলারশিপ নিয়ে পড়ার আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ দিচ্ছে হেলমুট ভেইথ স্কলারশিপ। এই স্কলারশিপের আওতায় ব্যতিক্রমী ও প্রতিভাবান নারী শিক্ষার্থীদের অস্ট্রিয়ায় অবস্থিত ভিয়েনা ইউনিভার্সিটি অব টেকনোলজিতে অধ্যয়নের সুযোগ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের নারী শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর, ২০২৩।

কম্পিউটার সায়েন্সবিষয়ক গবেষক ও বিজ্ঞানী হেলমুট ভেইথ এর স্মরণে শুধুমাত্র নারী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার সায়েন্স বিষয়ে সম্পূর্ণ বিনা মূল্যে অধ্যয়নের সুযোগ করে দেওয়ার জন্যই হেলমুট ভেইথ স্কলারশিপ নামক এই ফান্ডটি প্রতিষ্ঠা করা হয়।

হেলমুট ভেইথ কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার-সহায়তা যাচাইকরণ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সুরক্ষার ক্ষেত্রে যুক্তিবিদ্যার কাজে তাঁর গবেষণার দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি ভিয়েনা ইউনিভার্সিটি অব টেকনোলজির অধ্যাপক ছিলেন। সেখানে থাকাকালীন তিনি নারী শিক্ষার্থীদের পড়াশোনায় বেশ অনুপ্রেরণা দিয়েছেন।

যেসকল বিষয়ে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে: 
* লজিক অ্যান্ড কম্পিউটেশন।
* বিজনেস ইনফরমেটিকস।
* ডেটা সায়েন্স।
* মিডিয়া অ্যান্ড হিউম্যান সেন্টার কম্পিউটিং।
* কম্পিউটার ইঞ্জিনিয়ারিং।

আবেদনের যোগ্যতা
* যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
* কম্পিউটার সায়েন্স কিংবা গণিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
* হেলমুট ভেইথের রিচার্জ এরিয়াগুলোতে গবেষণা করার ইচ্ছা এবং প্রযুক্তিগত জ্ঞান থাকতে হবে।
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে।

সুযোগ-সুবিধা  
* সম্পূর্ণ স্নাতক ডিগ্রির জন্য টিউশন মওকুফ করা হবে।
* দুই বছর পর্যন্ত বাৎসরিক ৬ হাজার ইউরো (বাংলাদেশী টাকায় প্রায় ৭ লক্ষ টাকা)  দেওয়া হবে।

প্রয়োজনীয় কাগজপত্র
* পাসপোর্ট।
* সিভি।
* পূর্বের স্নাতক ডিগ্রির ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।
* একটি কভার লেটার।
* দুটো মটিভেশনাল লেটার এবং শিক্ষকদের সঙ্গে যোগাযোগের সম্পূর্ণ ঠিকানা।
* ইংরেজি ভাষায় দক্ষতার সার্টিফিকেট।

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, বছরে উপবৃত্তি ২৫ লাখ

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীর সব প্রয়োজনীয় কাগজপত্র একটি পিডিএফ ফাইল করে জমা দিতে হবে। পিডিএফ ফাইলটির নাম অবশ্যই ‘Document.pdf’ দিয়ে [email protected] ওয়েবসাইটে পাঠাতে হবে।

স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন http://www.vcla.at/helmut-veith-stipend/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *