কাজের চাপে বা মনের ভুলে জিমেইলে আসা অপ্রয়োজনীয় মেইলগুলো মুছে ফেলা হয়ে ওঠে না অনেকের। ফলে ইনবক্স ভরে যায় অপ্রয়োজনীয় মেইলে। বেশি বেশি মেইল থাকলে দরকারের সময় গুরুত্বপূর্ণ মেইল খুঁজে পেতে বেশ ঝামেলা হয়।
যেভাবে বন্ধ করবেন বিরক্তিকর মেইল-
১. প্রথমেই আপনার জিমেইলে লগইন করুন
২. যে ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কোনও ঠিকানা থেকে আসা মেইল আপনার বিরক্তির কারণ, সেরকম একটি ঠিকানা ইনবক্সে খুঁজে বের করতে হবে।
৩. খুঁজে পাওয়া মেইলটি ওপেন করুন।
৪.ওপেন করার পর যে ঠিকানা থেকে মেইলটি এসেছে, ওই ঠিকানার ঠিক সোজা ডানপাশে ডাউন অ্যারো বা নিচের দিকে থাকা তীর চিহ্ন থাকবে। সেটা সিলেক্ট করুন।
এছাড়াও ‘জিমেইল অটোডিটেকশন’ সুবিধা কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে ইনবক্সে অপ্রয়োজনীয় মেইল আসা বন্ধ করা যায়। চাইলে ইনবক্স থেকে পুরোনো মেইলগুলোও মুছে ফেলা যায়।