বিজ্ঞান ও প্রযুক্তি

অল্প সময়ে অধিক ব্যবহারকারী যুক্তের দিকে চ্যাটজিপিটির রেকর্ড

ওপেনএআইয়ের সাড়া জাগানো চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহারকারীর সংখ্যা মাত্র দু’মাসেই ১০ কোটি ছাড়িয়েছে। এত অল্প সময়ে ইতিহাসে এই প্রথম কোনো অ্যাপ্লিকেশনে এতে বেশি ব্যবহারকারী যুক্ত হয়েছে বলে উঠে এসেছে এক সমীক্ষায়।

বিশ্লেষণী সংস্থা সিমিলারওয়েবের তথ্য উদ্ধৃত করে এই সমীক্ষা সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারিতে গড়ে প্রতিদিন প্রায় ১.৩ কোটি ইউনিক ভিজিটর পেয়েছে চ্যাটজিপিটি; যা ডিসেম্বরের তুলনায় দ্বিগুণেরও বেশি।

সেন্সর টাওয়ারের তথ্য অনুসারে, ১০ কোটি ব্যবহারকারী পেতে টিকটকের সময় লেগেছিল ৯ মাস, ইনস্টাগ্রামের সময় লেগেছিল আরও বেশি।

চ্যাটজিপিটির প্রধান বৈশিষ্ট্য হলো এর মানুষের মতো লেখা বা টেক্সট তৈরি করার ক্ষমতা। এর মানে হলো, কোনো একটি বিষয়ে একজন মানুষ যেমন প্রত্যুত্তর দিতে পারে, চ্যাটজিপিটি সে রকমই জবাব লিখে জানাতে পারে।

বৃহস্পতিবার ওপেনএআই মাসিক ২০ ডলারে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য সাবস্ক্রিপশন চালুর ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, তারা আরও নির্ভুল ও দ্রুত সার্ভিস দেওয়ার চেষ্টা করছে, সেই সাথে নতুন ফিচার যুক্ত করার কাজও চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *