চাকরি ফলাফল সর্বশেষ

১৭ তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশে অনিশ্চয়তা

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ নিয়ে সুখবর দিতে পারছে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। পরীক্ষকরা খাতা মূল্যায়ন শেষ করতে না পারায় কবে ফল প্রকাশ করা হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারছেন না।

এনটিআরসিএ’র একটি সূত্র জানিয়েছে, আগামী আগস্ট মাসে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে পরীক্ষকরা এখনো খাতা মূল্যায়নের কাজে শেষ করতে পারেনি। খাতা মূল্যায়ন শেষে সেগুলো এনটিআরসিএতে পাঠাতে হবে। এরপর ফল তৈরির কাজ শুরু হবে।

প্রসঙ্গত, গত ৫ ও ৬ মে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৪ হাজারের বেশি প্রার্থী। গত ৫ মে অনুষ্ঠিত স্কুল ও স্কুল পর্যায়-২ এর লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫৭ হাজার ২৭৪ জন। আর ৬ মে অনুষ্ঠিত কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন ৪৭ হাজার ৫৬০ জন। প্রিলিমিনারি পরীক্ষায় ১ লাখ ৫১ হাজার প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পেলেও ১ লাখ ৪ হাজারের বেশি প্রার্থী এ পরীক্ষা দিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *