তথ্য প্রযুক্তির উৎকর্ষতা কাজে লাগিয়ে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের অপার সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে এই দশক। এইতো এখন থেকে বছর পাঁচেক পিছনে ফিরে গেলেও সবার কাছে ছিলো এনালগের ঘড়ি। আজ সেই এনালগ ঘড়ির একঘেয়ে চেহারা থেকে নজর সরে গিয়ে আমাদের আকর্ষনের জায়গা কালারফুল স্মার্ট ওয়াচ। যার মাধ্যমে নিয়ন্ত্রন করা যায় দৈনন্দিন জীবনের সবটুকু। জীবন যাপন তো […]