বিশ্ব বিদ্যালয় স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়

৭ দিনের সফরে দক্ষিণ কোরিয়া গিয়েছেন ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল

জ্ঞান ও প্রযুক্তি’ বিনিময় শীর্ষক প্রোগ্রামে অংশগ্রহণ করতে ৭ দিনের সফরে দক্ষিণ কোরিয়া গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

শনিবার (১৬ সেপ্টেম্বর) ৭ দিনের সফরে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন উপ-উপাচার্য। তিনি বিশ্বব্যাংকের অর্থায়নে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ‌ওই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন।

প্রোগ্রামে তিনি জলবায়ু পরিবর্তন, গ্রিন গ্রোথ, গ্রিন ট্রানজিশন, শিক্ষা ও প্রযুক্তির উন্নয়ন এবং গবেষণা ও উদ্ভাবন সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণকারী দেশসমূহের শিক্ষক ও গবেষকদের সঙ্গে মতবিনিময় করবেন।

এছাড়া সফরকালে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কোরিয়ার খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়েও তিনি মতবিনিময় করবেন। অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের আগামী ২৩ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *