বিনোদন

২৪ ঘন্টায় জওয়ান সিনেমার ৩ লাখ অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড

আর মোটে পাঁচ দিন বাকি। এরপর বড় পর্দায় উঠছে শাহরুখ খান অভিনীত নতুন সিনেমা ‘জাওয়ান’। বহু কারণে সিনেমাটি বিশেষত্ব বহন করছে। যার প্রভাব পড়ছে দর্শকের মনেও। আর তাই মুক্তির সপ্তাহ খানেক আগে থেকেই অগ্রিম টিকিট কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন ভারতীয়রা।

শুক্রবার (১ সেপ্টেম্বর) ভারতে ‘জাওয়ান’র অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। মাত্র ২৪ ঘণ্টায় এর বিক্রিত টিকিটের সংখ্যা ছাড়িয়েছে তিন লাখ পাঁচ হাজার! এর মধ্যে দেশটির প্রধান তিনটি মাল্টিপ্লেক্স চেইন পিভিআর, আইনক্স ও সিনেপলিস-এ বিক্রি হয়েছে এক লাখ ৬৫ হাজার টিকিট। বাকিগুলো অন্যান্য মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন থেকে বিক্রি হয়েছে।

এর আগে প্রধান তিনটি ন্যাশনাল চেইনে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ এক লাখ ১৭ হাজার টিকিট অগ্রিম বিক্রির রেকর্ড ছিল শাহরুখের ‘পাঠান’ সিনেমার দখলে। ছয় মাস পর নিজের রেকর্ডই ভেঙে দিলেন কিং অব রোম্যান্স। চমকপ্রদ ব্যাপার হলো, অগ্রিম টিকিটের দামও কিন্তু স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কোনও কোনও জায়গায় ২ হাজার ৫০০ রুপিতেও বিক্রি হচ্ছে টিকিট। এরপরও হাউজফুল হয়ে যাচ্ছে একের পর এক শো!

বক্স অফিস বিশ্লেষকরা ধারণা করছেন, এই গতিতে যদি অগ্রিম টিকিট বিক্রি হতে থাকে, তাহলে ‘বাহুবলী ২’ সিনেমার রেকর্ডও ভেঙে দেবে ‘জাওয়ান’। প্রভাস অভিনীত সেই সিনেমার মুক্তির আগে সাড়ে ছয় লাখ অগ্রিম টিকিট কিনেছিল দর্শক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *