খেলাধুলা সর্বশেষ

যুব এশিয়া কাপের চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ

যুবাদের হাত ধরে এবার এলো এশিয়ার ‘বিশ্বকাপ’
শেখ পারভেজ জীবনের ঘূর্ণিতে উড়িয়ে মারতে চেয়েছিলেন ওমিদ রেহমান। বল উঠে যায় আকাশে। দৌড় গিয়ে শিহাব জেমস তালুবন্দি করতেই শুরু হয়ে যায় লাল-সবুজের যুবাদের বুনো উল্লাস। এরপর গ্যালারিতে থাকা বাংলাদেশি ভক্তদের অভিবাদনের জবাবে সিক্ত হয় মাহফুজুর রহমান রাব্বির দল।

২০২০ সালে যুবাদের হাত ধরে বিশ্বকাপ জিতে দেশের ইতিহাসে কোনো পর্যায়ে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। তিন বছরের ব্যবধানে এবার লাল-সবুজের শো-কেসে এলো এশিয়া কাপের ট্রফি।

রোববার (১৭ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার আশিকুর রহমানের ১২৯ রানে ভর করে ৮ উইকেটে ২৮২ রান তুলেছিল বাংলাদেশের যুবারা। জবাবে রান তাড়ায় আমিরাতকে ২৪.৫ ওভারে ৮৭ রানে অলআউট করে বাংলাদেশ জিতেছে ১৯৫ রানে।

বাংলাদেশের দেওয়া ২৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশি পেসারদের তোপের মুখে পড়ে আরব আমিরাত। শুরুটা করেন বাঁহাতি পেসার মারুফ মৃধা। এই বাঁহাতি পেসার পঞ্চম ওভারে ফিরিয়ে দেন আমিরাতের ওপেনার আর্যাংশ শর্মাকে। নিজের পরের ওভারেই মারুফ আরেক ওপেনার অক্ষত রাইয়ের উইকেট উপড়ে ফেলেন।

এরপর কাজে নামেন রোহনাত। টানা তিন ওভারে এই মিডিয়াম পেসার তুলে নেন তানিশ সুরি, ইথান ডি’সুজা ও আমিরাত অধিনায়ক আইয়ান আফজাল খানকে। ২৫টি ওয়ানডে ও ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা আইয়ান যখন উইকেটকিপার আশিকের ক্যাচ হলেন আমিরাতের স্কোর ৪৫/৫।

দুবাইয়ে রোববার (১৭ ডিসেম্বর) যুব এশিয়া কাপের ফাইনালে স্বাগতিক আরব আমিরাতকে উড়িয়ে প্রথমবারের মতো এশিয়া কাপে শিরোপার দেখা পায় বাংলাদেশ। ব্যাটিং কিংবা বোলিং কোনো বিভাগেই আমিরাত লড়াইটুকু করতে পারেনি।

টস হেরে ব্যাটিং করতে নেমে আশিকুর রহমান শিবলীর দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ২৮২ রান করে বাংলাদেশ। তাড়া করতে নেমে মাত্র ৮৭ রানে অলআউট হয় আমিরাত। ১৯৫ রানে জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের প্রতিনিধিরা।

শিরোপা জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
সেমিফাইনালে আরব আমিরাত পাকিস্তানকে হারানোর পর ফাইনালে তাদেরকে নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা থাকা স্বাভাবিক। তবে খেলার মাঠে সন হিসেবনিকেশ স্রেফ উড়িয়ে দিলেন বাংলাদেশের ব্যাটার-বোলাররা। আশিকুর রহমান শিবলীর দুর্দান্ত ব্যাটিংয়ের পর বল হাতে মারুফ-বর্ষণরা ঝড় বইয়ে দিচ্ছেন আমিরাতের ওপর দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *