বিনোদন

বেটিং প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকায় রনবীর কাপুরকে জিজ্ঞাসাবাদ ইডির

মহাদেব অনলাইন বেটিং মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে বলিউড অভিনেতা রণবীর কাপুর। সংস্থাটি ডেকেছে তাকে। শুক্রবার (৬ অক্টোবর) ইডির দপ্তরে হাজিরা দিতে হবে রণবীরকে। তাকে জিজ্ঞাসাবাদ করবেন সংস্থাটির কর্মকর্তারা।

বেআইনি বেটিং প্ল্যাটফর্ম মহাদেব অনলাইনের হয়ে সামাজিক মাধ্যমে প্রচার সেরেছেন রণবীর কাপুর। তার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিকও নিয়েছেন। সে কারণেই তাকে জিজ্ঞাসাবাদ করবে ইডি।

তবে শুধু রণবীর নন, এই দুর্নীতি কাণ্ডে ভারতের কেন্দ্রীয় সংস্থা ইডির নজরে রয়েছেন একগুচ্ছ বলিউড অভিনেতা ও সংগীতশিল্পী। আর্থিক কেলেঙ্কারির তদন্তে নেমে একে একে সবাইকেই জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, চলতি বছরেই সংযুক্ত আরব আমিরাতে বিয়ে করেন মহাদেব অনলাইন গেমিং অ্যাপের কর্ণধার সৌরভ চন্দ্রকর। গত ফেব্রুয়ারি মাসে সেই বিলাসবহুল বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন একাধিক তারকা।

সেই সময়ই ওই অ্যাপের সাক্সেস পার্টিও আয়োজন করা হয়েছিল। সেই পার্টিতে ঠিক কী আর্থিক লেনদেন হয়েছিল, সেই দিকটাও খতিয়ে দেখতে চায় ইডি।

অনলাইন গেমিংকাণ্ডে গড়াপেটা সম্পর্কে রণবীর কতটা ওয়াকিবহাল? শুধুই কি অ্যাপের প্রচার সেরেছেন তিনি, নাকি শিকড় আরও গভীরে? সে বিষয়েও তথ্য অনুসন্ধানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও দুর্নীতি-কাণ্ডে নাম জড়ানোর পর এখনো কোনো মন্তব্য করেননি রণবীর।

আনুমানিক ৫ হাজার কোটি টাকার এই আর্থিক দুর্নীতির মামলার মূল কেন্দ্র সংযুক্ত আরব আমিরাত। সেখানেই মহাদেব অনলাইন বুকিং অ্যাপের হেডকোয়াটার। টাকা পাচারের জন্য বস্তিবাসীদের টাকার টোপ দিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টের কন্ট্রোল ওই অ্যাপের এজেন্টরা নিয়ে নিতেন বলে তদন্তে জানতে পেরেছে ইডি।

‘ভাড়ার অ্যাকাউন্ট’ থেকে কাস্টমারের টাকা পৌঁছে দেওয়া হতো সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোতে। এভাবেই বেটিং অ্যাপকে ঢাল করে ভিলাইয়ের এক সামান্য ফলের রস বিক্রেতা সৌরভ চন্দ্রকার ফুলে ফেঁপে উঠেন।

করোনার পরই সৌরভের এই কেলেঙ্কারি-কাণ্ড ডানা মেলে। এখন ইডির ওয়ান্টেড লিস্টে রয়েছেন সৌরভ ও তার সহযোগী রাজ গুপ্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *