খেলাধুলা

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ছাড়িয়ে চর্চায় ধর্মশালার আউটফিল্ড

বিশ্বকাপে ধর্মশালার হিমাচল প্রদেশ স্টেডিয়ামের প্রথম ম্যাচটি হয়েছে গতকাল। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের পর আবারও আউটফিল্ডের কারণে এটি আলোচনায়।

বিশ্বকাপের আগে থেকেই এই মাঠের আউটফিল্ড আলোচনায় ছিল। গতকালকেও যেমন দেখা গেলো মাঠের সবখানে ঘাসের পরিমাণ সমান ছিল না। ঘাস উঠে যাওয়ায় আউটফিল্ডের চেহারা হয়ে পড়ে করুণ। অল্পের জন্য বড় ইনজুরি থেকে বেঁচেছেন আফগার স্পিনার মুজিব উর রহমান। বাউন্ডারি লাইনে ডাইভ দিতে গিয়ে মাটিতে আটকে যায় তার পা। তার পর তো বাজেভাবে মাটিতেই পড়ে গেছেন। এমন ঘটনার পর আফগানিস্তানের টিম ম্যানেজমেন্টের একজন কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করেছেন। ক্রিকবাজকে বলেছেন,  ‘এটা খুবই দুঃখজনক। খেলার জন্য জায়গাটা অসাধারণ। কিন্তু আউটফিল্ড আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য এখনও উপযুক্ত নয়। হতে পারে বৃষ্টির কারণে… কিন্তু সেটা প্রস্তুত নয় কোনওভাবেই।’

ওই কর্মকর্তা উদ্বেগ জানিয়ে আরও বলেছেন, ‘কিউরেটর বলেছে অনেক বৃষ্টি হওয়াতেই এমন অবস্থা। কিন্তু এমন চলতে থাকলে যে কেউ মাঠে চোট পাবে। এসব ক্ষেত্রে কেউ ডাইভ কিংবা স্লাইড দিতে চাইবে না। কিন্তু ক্রিকেটে সেটা অবশ্যই করতে হবে।’

এবারই প্রথম এই মাঠের আউটফিল্ড আলোচনায় নয়। এই বছরের শুরুতে ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট সরিয়ে নেওয়া হয়েছিল এই মাঠ থেকে। কারণ ছিল আউট ফিল্ডে পর্যাপ্ত ঘাসের অভাব। আউটফিল্ডের ঘাসে এক ধরনের ছত্রাক সংক্রমণের খবরও শোনা গেছে।

আফগানিস্তান কোচ জনাথন ট্রটও জানিয়েছেন, মাঠের এই অবস্থায় তার খেলোয়াড়রা ডাইভ দেবেন কিনা সেটা নিয়ে সংশয়ে ছিলেন।

এই ভেন্যুতেই আবার আগামী মঙ্গলবার ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *