সাজেশন

নবম শ্রেণি – বাংলা ১ম পত্র | শিক্ষা ও মনুষ্যত্ব

শিক্ষা ও মনুষ্যত্ব

১. মোতাহের হোসেন চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৯০০ খ. ১৯০২

গ. ১৯০৩ ঘ. ১৯০৪

২. মোতাহের হোসেন চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেন?

ক. ঢাকায় খ. বরিশালে

গ. কুমিল্লায় ঘ. যশোরে

৩. মোতাহের হোসেন চৌধুরী কত সালে মারা যান?

ক. ১৯৫৫ খ. ১৯৫৬

গ. ১৯৬৫ ঘ. ১৯৬৭

৪. মোতাহের হোসেন চৌধুরী মূলত কী ছিলেন?

ক. কবি খ. ছড়াকার

গ. গীতিকার ঘ. গদ্যকার

৫. ‘শিখা’ পত্রিকা কোথা থেকে প্রকাশিত হতো?

ক. রাজশাহী খ. কুমিল্লা

গ. যশোর ঘ. ঢাকা

৬. মোতাহের হোসেন চৌধুরীর প্রবন্ধ গ্রন্থের নাম কী?

ক. সংস্কৃত কথা খ. সবুজপত্র

গ. প্রবন্ধ সংগ্রহ ঘ. সংস্কৃতি কথা

৭. স্বশিক্ষার ফলাফল নিচের কোনটি?

ক. সুশিক্ষা খ. অর্থ শিক্ষা

গ. নিজের শিক্ষা ঘ. আদর্শ শিক্ষা

৮. ‘তিমির’ শব্দের অর্থ কী?

ক. মৃদু আলো খ. সামান্য আঁধার

গ. অন্ধকার ঘ. যন্ত্রণা

৯. সেখানে মুক্তি নেই, যেখানে নেই—

i. চিন্তার স্বাধীনতা

ii. বুদ্ধির স্বাধীনতা

iii. আত্মপ্রকাশের স্বাধীনতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি?

ক. প্রয়োজনীয় দিক

খ. অপ্রয়োজনীয় দিক

গ. হালকা দিক

ঘ. বিশেষ দিক

সঠিক উত্তর

শিক্ষা ও মনুষ্যত্ব: ১.গ ২.গ ৩.খ ৪.ঘ ৫.ঘ ৬.ঘ ৭.ক ৮.গ ৯.ঘ ১০.খ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

সূত্র : প্রথমআলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *