বিদ্যালয় বার্তা

নতুন পাঠ্যবইয়ে ভুল থাকলে তা এনসিটিবিকে জানানোর আহ্বান

বছরের প্রথম দিনে পৌনে চার কোটি শিক্ষার্থীর হাতে প্রায় ৩১ কোটি বই তুলে দিয়েছে সরকার। এ বই লেখা, ছাপা ও বিতরণের কাজ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

শিক্ষার্থীদের হাতে দেওয়া বইয়ে কোনো ভুলত্রুটি থাকলে তা ই-মেইলে জানানোর অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি কেউ চাইলে সশরীরেও এনসিটিবি কার্যালয়ে গিয়ে বইয়ের সংশোধনী দিতে পারবেন

সোমবার (১ জানুয়ারি) প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্টদের প্রতি আমাদের অনুরোধ এসব পাঠ্যপুস্তকে কোনো প্রকার ভুল-ভ্রান্তি, ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হলে কিংবা এসব পাঠ্যপুস্তকের মানোন্নয়নে কোনো প্রকার পরামর্শ থাকলে নিম্নের ই-মেইলে অথবা এনসিটিবির চেয়ারম্যানের ঠিকানায় জানালে আমরা তা গুরুত্বের সাথে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

যোগাযোগের ঠিকানা: ই-মেইল: [email protected]। ঠিকানা: পাঠ্যপুস্তক ভবন, ৬৯-৭০, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *