কলেজ বার্তা

দ্বিতীয় ধাপে কলেজ ভর্তির আবেদন ১ লাখ ৮৬ হাজার শিক্ষার্থীর

একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরুর দ্বিতীয় দিনে বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা পযন্ত আবেদন করেছেন ১ লাখ ৮৬ হাজার ৩০৩ জন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) শুরু হওয়া দ্বিতীয় ধাপের আবেদন বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে।

বুধবার সন্ধ্যায় আন্তঃশিক্ষাবোর্ড থেকে পাঠানো সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, যারা এখনো দ্বিতীয় ধাপে আবেদন করেনি তারা নির্ধারিত ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারবেন। মোবাইল ব্যাংকিংয়ে ১৫০ টাকা ফি পরিশোধ করতে হবে।

দ্বিতীয় ধাপে ভর্তির আবেদনের সময়ও একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রমে দিতে পারবেন। এ ধাপের আবেদনের ফল আগামী ১৬ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। ১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চায়নের সুযোগ পাবেন দ্বিতীয় ধাপে নির্বাচিতরা।

শিক্ষাবোর্ড জানিয়েছে, আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়ন চলবে। আর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

প্রসঙ্গত, প্রথম ধাপে মনোনয়ন পাওয়া ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ভর্তির নিশ্চায়ন করেছে ১০ লাখ ২৬ হাজার ৬৫৭ জন।

গত ২৮ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেছেন ১৬ লাখ ৪১ হাজার শিক্ষার্থী। এছাড়া ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী পাস করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *