বিশ্ব বিদ্যালয় সর্বশেষ স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়

ঢাবির ‘ক’ ইউনিটের পাশের হার ১০.৬১ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ‌‘বিজ্ঞান ইউনিট’ এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল দেখা যাচ্ছে।

সোমবার (৫ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

এ বছর বিজ্ঞান ইউনিটে পাসের হার ১০.৬১ এবং মোট পাস করেছে ১১,১০৯ জন। বাকি ৮৯.৩৯ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।

এতে বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেয় ১১,৪০৫০, ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা ১০৫৫৭, বিজ্ঞান বিভাগের জন্য মোট আসন ১৭৭৫। মানবিক বিভাগ থেকে এ পরীক্ষায় অংশ নেয় ৩৩৮০, ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা ৫৪০, বিভাগের জন্য মোট আসন ৫১। ব্যবসায় বিভাগ থেকে অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা ৩৩৩, ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা ১০, আসন ২৫। ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা ১,১৭,৭৬৩, ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা ১১, ১০৯, মোট আসন সংখ্যা ১৮৫১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *