বিজ্ঞান ও প্রযুক্তি

জিমেইলের বিকল্প আনতে চলেছেন ইলন মাস্ক, নাম এক্সমেইল

পয়লা আগস্ট থেকে আর কাজ করবে না জিমেইল। বন্ধ হতে চলেছে গুগলের এই ই-মেইল পরিষেবা। এমন গুঞ্জনে সম্প্রতি তোলপাড় হয়েছে সোশাল মিডিয়া। তবে এহেন জল্পনায় ইতি টেনেছে খোদ গুগল। কিন্তু জল্পনা চলাকালীনই নতুন খবর নিয়ে হাজির হলেন এলন মাস্ক! জানান, শিগগিরই আসছে জিমেইলের পরিপূরক!

খুব তাড়াতাড়িই নাকি ই-মেইল পরিষেবা চালু করতে চলেছে এলন মাস্কের সংস্থা। অর্থাৎ জিমেইলের আদর্শ বিকল্প হয়ে উঠতে পারে এক্সমেইল (Xmail)।

 

ধনকুবের ইলন মাস্ক এবার ইমেইল সেবা ব্যবসায় নামছেন। এক্সমেইল নামে এটি শিগগির বাজারে আসবে। গুগলের ইমেইল সেবা জিমেইলের প্রতিদ্বন্দ্বী হিসেবে এক্সমেইলকে প্রতিষ্ঠিত করতে চান যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি মোগল। 

মাস্কের সমাজমাধ্যম এক্সের সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং টিমের সিনিয়র সদস্য নাথান ম্যাকগ্রেডির কল্যাণে এ খবরটি জানা গেছে। এক্সে সম্প্রতি এক টুইটে ম্যাকগ্রেডি জানতে চান, কবে আসছে এক্সমেইল?

ম্যাকগ্রেডির প্রশ্নের জবাবে মাস্ক জানান, সেবা দিতে এক্সমেইল প্রস্তুত। ব্যবহারকারীরা যাতে সেরা ইমেইল পরিষেবা পান সে জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *