ধর্ম

জার্সি পড়ে নামাজ পড়লে নামাজ আদায় হবে কী?

নামাজ একটি ফরজ তথা আবশ্যক ইবাদত, সেই প্রসঙ্গে আল্লাহ বলেন, ‘যারা অদৃশ্যের বিষয়গুলোতে ইমান আনে এবং নামাজ কায়েম করে।’ (সুরা বাকারা, আয়াত : ৩)

ইসলামে যেকোনো প্রাণীর ছবি আঁকা হারাম। ইমাম নববী (রহ.) বলেন, আমাদের শাফেয়ি মাজহাব ও অন্য মাজহাবের আলেমরা বলে থাকেন, কোনো প্রাণীর ছবি প্রস্তুত করা কঠোরভাবে নিষিদ্ধ। এটি কবিরাগুনাহ।কেননা এ ব্যাপারে হাদিসের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

অনেক জার্সিতে দেখা যায়, খেলোয়াড়ের ছবি নেই, কিন্তু লোগো আছে। আর সে লোগোগুলো বিভিন্ন পশু-পাখির ছবি কিংবা অবয়ব। এই পশু-পাখির ছবি সম্বলিত জামা-কাপড় পরিহিত নামাজ মাকরুহ হয় কিংবা হালকা হয়ে যায়। ভেবে দেখুন, আপনি কষ্ট করে নামাজ ঠিকই আদায় করেছেন অথচ আপনি সেই নামাজের সওয়াব পেলেন অর্ধেকেরও কম, ব্যাপারটা কি আপনার জন্য ভালো হবে? এরপর আবার বিভিন্ন দলের লোগোতে ক্রুশ (+) সাইন দেখা যায় । এই ক্রুশ সম্বলিত জার্সিপড়ে নামাজ আদায় করলে, সে নামাজও মাকরুহ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক 

ইসলামি শরিয়তমতে, কোনো প্রাণীর ছবিযুক্ত পোশাক পরিধান করা হারাম। তবে প্রাণহীন বস্তু যেমন—বৃক্ষ, পাহাড়, ঝরনা ইত্যাদির ছবি বৈধ। (আল-বাহরুর রায়েক: ২/২৯, মেরকাতুল মাফাতিহ: ৪৪৮৯) আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি, জার্সি পরে নামাজ

‘খোলাসা’ নামক কিতাবে উল্লেখ রয়েছে, কোনো ছবিযুক্ত কাপড় দিয়ে নামাজ আদায় করা হোক বা না হোক, উভয় অবস্থায় তা মাকরুহে তাহরিমি বা হারাম। (আল-বাহরুর রায়েক: ২/২৯)

উল্লেখ্য, নামাজের জন্য সবসময় ভালো পোশাক পরা উত্তম। যেমনটি আল্লাহ তাআলা বলেন- يَا بَنِي آدَمَ خُذُواْ زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ ‘হে বনি-আদম! তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা পরিধান করে নাও।’ (সুরা আরাফ: ৩১) জার্সি নামাজ, টি-শার্ট পরে নামাজ, নামাজে কাপড়

সুতরাং এমন পোশাক পরে নামাজ পড়া মাকরুহ, যা পরিধান করে বন্ধুমহল কিংবা সাধারণ লোকের সামনে যাওয়া লজ্জাজনক মনে করা হয়।

(খুলাসাতুল ফতোয়া: ১/৫৮; আল মুহিতুল বুরহানি: ২/১৩৯; আলবাহরুর রায়েক: ১/১০৭, আদদুররুল মুখতার: ২/৬৪৮) নামাজে আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি

তথ্যসূত্র : ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *