বিশ্ব বিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় সর্বশেষ

গ্রিন ইউনিভার্সিটির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ 

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের নতুন উপ-উপাচার্য হিসেবে দ্বায়িত্বপ্রাপ্ত হয়েছেন অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে বরণ করে নেয় গ্রীন ইউনিভার্সিটি। গত সোমবার বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০-এর ধারা ৩২ (১) অনুযায়ী ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকের এই অধ্যাপককে ৪ বছরের জন্য নিয়োগ দিয়ে আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

শিক্ষাজীবনে ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং থেকে বিএসসি ও এমএসসি সম্পন্ন করেন। ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *