খেলাধুলা

এল ক্লাসিকোতে রিয়ালকে ৩-০ গোলে হারালো বার্সা

দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা এ মুহূর্তে সফর করছে যুক্তরাষ্ট্রে। সেখানেই তারা পরস্পর মুখোমুখি হলো। আর কে না জানে, রিয়াল-বার্সা মুখোমুখি হওয়া মানেই এল ক্ল্যাসিকো। প্রাক মৌসুম এল ক্ল্যাসিকোয় রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে বিধ্বস্ত করে আগামী মৌসুমের জন্য নিজের শক্তির বার্তা দিয়ে রাখলো বার্সেলোনা

টেক্সাসের আরলিংটনে এটিএণ্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে রিয়ালের জালে বল জড়ান উসমান ডেম্বেলে, তরুণ ফুটবলার ফারমিন লোপেজ এবং ফেরান তোরেস।

বার্সা ছেড়ে পিএসজির পথে প্রায় উসমান ডেম্বেলে। তবুও, প্রাক মৌসুম প্রস্তুতি সফরে তিনি রয়েছেন বার্সা স্কোয়াডে। মাঠে নেমেই নিজের জাত আবারও চেনালেন তিনি। ১৫তম মিনিটেই গোল করেন তিনি। পেদ্রির পাস সংগ্রহ করে এক শটেই রিয়াল গোলরক্ষক থিবো কুর্তোয়াকে পরাস্ত করেন তিনি।

তবে রিয়াল মাদ্রিদের জন্য দুর্ভাগ্য। পুরো ম্যাচে ৫বার তাদের শট বারে লেগে ফিরে আসে। এর মধ্যে তিনবারই ফিরে আসে ভিনিসিয়ুস জুনিয়রের শট। সমতায় ফিরে আসার জন্য যখন মরিয়াল রিয়াল মাদ্রিদ, তখন ৮৫তম মিনিটে ২০বছর বয়সী ফারমিন লোপেজ দুর্দান্ত এক শটে বল জড়িয়ে দেন মাদ্রিদের জালে। এরপর ইনজুরি সময়ে ফেরান তোরেস তৃতীয় গোল করে রিয়ালের পরাজয় নিশ্চিত করেন।

যুক্তরাষ্ট্র সফরে এই সপ্তাহে আরও একটি করে ম্যাচ খেলবে রিয়াল এবং বার্সা। মঙ্গলবার লাস ভেগাসে এসি মিলানের বিপক্ষে বার্সেলোনা এবং ফ্লোরিডার ওরল্যান্ডোয় জুভেন্টাসের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ

প্রীতি ম্যাচ হলেও যেহেতু রিয়াল-বার্সা লড়াই, সে কারণে দুই কোচ কার্লো আনচেলত্তি এবং জাভি হার্নান্দেজ শক্তিশালী দলই গঠন করেন। বার্সার একাদশে ছিলেন এবারে নতুন দলে আসা ইলকায় গুন্ডোগান এবং ওরিওল রোমেউ। রিয়াল মাদ্রিদ একাদশে ছিলেন জুড বেলিংহ্যাম।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘বলের সাথে এবং বল ছাড়া দুর্দান্ত একটি ম্যাচ হয়েছে এটি। দুই দলই বেশ ভালো খেলেছে। আমরাও প্রচুর চাপ তৈরি করতে পেরেছি। তাদের ডিফেন্সে আতঙ্ক সৃষ্টি করতে পেরেছিলাম। মাঠজুড়ে বলের ঘূর্ণনও ছিল অবিশ্বাস্য। তবে, দুর্ভাগ্য বলগুলো পোস্টে গিয়েও প্রবেশ করেনি। যে কারণে ফল পক্ষে আসেনি। যা খুব কষ্ট দিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *