বিজ্ঞান ও প্রযুক্তি সর্বশেষ

এআই ভিত্তিক নতুন ফ্রেন্ডলী ফিচার নিয়ে আসলো ইনস্টাগ্রাম

এআই ফ্রেন্ড নামে নতুন একটি ফিচার আনছে ইনস্টাগ্রাম। নাম থেকেই বোঝা যায় ফিচারটির মাধ্যমে ব্যবহারকারী কাস্টমাইজ করে তার পছন্দমতো এআই বন্ধু বানাতে পারবে যেন সে ব্যবহারকারীকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করতে পারে।

এই বন্ধু ব্যবহারকারীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া থেকে শুরু করে বুদ্ধিবৃত্তিক কাজেও সহায়তা করবে। এ বিষয়ে একটি স্ক্রিনশট থেকে দেখা যায়, ব্যবহারকারী বিভিন্ন ক্ষেত্রে কাস্টমাইজ করে এআই বন্ধু বানাতে পারবে। যেমন জেন্ডার, বয়স ইত্যাদি। অর্থাৎ তার এআই বন্ধুটি হতে পারে নারী অথবা পুরুষ আবার যেকোনও বয়সের। পাশাপাশি আরও কিছু কাস্টামাইজেবল ফিচার রয়েছে যেমন-বর্ণ, ব্যক্তিত্ব এবং আগ্রহের বিষয় ইত্যাদি।

কাস্টামাইজ করা শেষ হয়ে গেলে ইনস্টাগ্রাম তার একটি নাম দিতে বলবে এবং তার একটি অ্যাভাটার পছন্দ করে নিতে বলবে। তবে এই এআই বন্ধু ফিচারে ইনস্টাগ্রাম কোন টুল ব্যবহার করছে তা এখনও নিশ্চিত নয়। আবার এটি কবে নাগাদ উন্মুক্ত হবে সেটাও জানা যায়নি।

সূত্র : বাংলাট্রিবিউন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *