তথ্যটা প্রকাশ পেয়েছিল ধারাভাষ্যকারের কণ্ঠে। সেটিতেই পরে সিল মোহর দিয়েছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসেই তামিম ইকবালের কাছে মিরপুর শের-ই-বাংলার উইকেট নিয়ে পরামর্শ চেয়েছিলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সতীর্থ মহারাজকে হাতশ করেননি ফরচুন বরিশালের অধিনায়ক তামিম।
উইকেট নিয়ে তামিমের দেওয়া তথ্য একদম ভুল ছিল না জানিয়ে মহারাজ বলেন, ‘আসার পর আমি তামিম ভাইকে একটি মেসেজ পাঠিয়েছি। বিপিএলে খেলার কারণে তার সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে। আমি তার কাছে কন্ডিশন নিয়ে কিছু পরামর্শ চেয়েছি এবং কিভাবে এখানে কাজ করতে পারি তা জানতে চেয়েছি। উইকেট কেমন হতে পারে এই ব্যাপারে সে আমাকে কিছু তথ্য দিয়েছে, এটা ভুল ছিল না।’