বিদেশ শিক্ষা সর্বশেষ

আইএলটিএস পরীক্ষার্থীদের জন্য বিশেষ সেবা চালু করলো ব্রিটিশ কাউন্সিল

পরীক্ষার্থীদের জন্য সম্প্রতি “আইইএলটিএস রেডি: প্রিমিয়াম” নামে একটি নতুন সেবা চালু করেছে ব্রিটিশ কাউন্সিল। রবিবার (১৬ জুলাই) ব্রিটিশ কাউন্সিলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রিটিশ কাউন্সিল থেকে আইইএলটিএস পরীক্ষার্থীদের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে উদ্ভাবনী সহায়তা হিসেবে এই প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। ইংরেজি ভাষা শেখানোর ক্ষেত্রে লন্ডনভিত্তিক নেতৃস্থানীয় ডিজিটাল শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান “জিইএল” এই প্ল্যাটফর্মটি তৈরিতে সহযোগিতা করেছে।

নতুন এই প্ল্যাটফর্মে রয়েছে ৪০টি আইইএলটিএস মক টেস্ট, আগে রেকর্ড করে রাখা ক্লাস ও ইংরেজিভাষী আইইএলটিএস বিশেষজ্ঞদের পূর্ণাঙ্গ সহযোগিতা। এতে টাইমড ও আনটাইমড দুই ফরম্যাটের অনুশীলন পরীক্ষার মাধ্যমেই আইইএলটিএসের যথাযথ প্রস্তুতি নিতে পারবেন ব্যবহারকারীরা।

পরীক্ষার্থীদের অনুশীলনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় অনুশীলনীগুলোর সব উত্তরের ব্যাখ্যাও থাকবে সেখানে। এছাড়া প্রয়োজনীয় স্কোর অর্জন করতে পরীক্ষকরা যেমন চান, “আইইএলটিএস রেডি: প্রিমিয়াম”র মাধ্যমে পরীক্ষার্থীরা ঠিক সেই রকম মডেল উত্তরসহ ইংরেজিতে লেখা অনুশীলন করার সুযোগ পাবেন বলে জানায় ব্রিটিশ কাউন্সিল ।

নতুন এই সেবায় ইংরেজি পড়া ও শোনার সময় প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে মন্তব্য পাবেন পরীক্ষার্থীরা, কোথায় উন্নতি করতে হবে তা চিহ্নিত করার মধ্য দিয়ে পূর্ণাঙ্গ সহযোগিতা করা হবে তাদের। যথার্থভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে পরীক্ষার্থীরা পরিচিতিমূলক ভিডিও দেখার সুযোগ পাবেন।

ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএসে নিবন্ধন করার সময় থেকে শুরু করে পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত পরীক্ষার্থীরা “আইইএলটিএস রেডি: প্রিমিয়াম”-এ বিনামূল্যে অবাধ প্রবেশাধিকার পাবেন।

এ বিষয়ে ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএসের ডিরেক্টর অ্যান্ড্রু ম্যাকেঞ্জি বলেন, “আমরা বিদেশে পড়াশোনা, কাজ করা বা বসবাসের লক্ষ্য অর্জন করার ক্ষেত্রে আইইএলটিএস পরীক্ষার্থীদের সব রকম সহযোগিতা করতে চাই। স্বপ্নপূরণের ক্ষেত্রে তাদের পুরোপুরি প্রস্তুত করে তুলতে ও সর্বোচ্চ সুযোগ তৈরি করতে ‘আইইএলটিএস রেডি: প্রিমিয়াম’ নিয়ে আসতে পেরে আমরা সত্যিই আনন্দিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *