সর্বশেষ স্কলারশিপ

আইএলটিএস ছাড়াই ইতালির বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের আংশিক স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে ইতালির মিলান ইউনিভার্সিটি। মিলান ইউনিভার্সিটি হল ইতালির  মিলানে অবস্থিত একটি পাবলিক টিচিং এবং রিসার্চ ইউনিভার্সিটি। ১৯২৪ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

‘মিলান ইউনিভার্সিটি এক্সিলেন্স স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের এককালীন ৮ হাজার ইউরো প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১০ লাখ ৮ হাজার ৮৩৯ টাকা। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ মে ২০২৪।

সুযোগ-সুবিধাসমূহ
* মোট টিউশন ফি এর উপর সর্বোচ্চ ৮ হাজার ইউরো (বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১০ লাখ ৮ হাজার ৮৩৯ টাকা) মওকুফ করা হবে।

আবেদনের যোগ্যতা
* স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
* আইইএলটিএস এর প্রয়োজন নেই। তবে ইংরেজি ভাষা দক্ষতা প্রমাণ হিসেবে মিডিয়াম অফ ইন্সট্রাকশন (MOI)
আপলোড করতে পারেন।
* আবেদনকৃত প্রোগ্রামের দেয়া প্রয়োজনীয় সকল শর্তাবলী পূরণ করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র
* আবেদনকারীর পাসপোর্ট এবং ছবি।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* রেফারেন্স লেটার দুইটি।
* আইইএলটিএস স্কোর।
* স্টেটমেন্ট অব পারপাস।
* সিভি।
* অন্যান্য পেপারস (যদি থাকে)।

আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করা যাবে।

বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে লিডবার্গ এডুকেশন।এই স্কলারশিপের ব্যাপারে বিস্তারিত জানতে ও আবেদন প্রক্রিয়া নির্ভুল ভাবে সম্পন্ন করত মেসেজ দিন এখানে

এছাড়া দেশ বিদেশের বিভিন্ন স্কলারশিপের ব্যাপারে জানতে ও ক্যারিয়ার বিষয়ক গাইডলাইন পেতে ভিজিট করুন এই ওয়েবসাইটে লিডবার্গ এডুকেশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *