৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল গত সপ্তাহে প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করা হলেও তা প্রকাশ করেনি সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ রোববার এই বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।
পিএসসি’র একটি সূত্র জানিয়েছে, গত বুধবার অথবা বৃহস্পতিবার ৪৩তম বিসিএসের ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এজন্য পিএসসি’র পরীক্ষা শাখা সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিল। তবে কিছু জটিলতা তৈরি হওয়ায় ফল প্রকাশ করা সম্ভব হয়নি।
ওই সূত্র আরও জানায়, ৪৩তম বিসিএসের তৃতীয় পরীক্ষকের খাতা দেখা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। সেটি সমাধান হয়ে গেছে। ফল প্রকাশ নিয়ে আর কোনো জটিলতা নেই। আজ রোববার যেকোনো সময় এই বিসিএসের ফল প্রকাশ করা হবে।