সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) অক্টোবর-২২ সেশনের নতুন শিক্ষার্থীদের ক্লাস আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে। বুধবার (১৬ নভেম্বর) রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে বিষয়টি জাননো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়,শিক্ষার্থীদের স্ব-স্ব বিভাগের সাথে যোগাযোগ করে রুটিন অনুযায়ী ক্যাম্পাসে এসে ক্লাসে অংশগ্রহণ করার জন্য বলা যাচ্ছে। এবং ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা ৩০ নভেম্বর পর্যন্ত চলমান থাকায় ওই অনুষদের ক্লাসের ব্যাপারে সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে বলে জানা যায়।