নতুন প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। অভিনয়ের পাশাপাশি রয়েছে তার সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ভূমিকা। এর ধারাবাহিকতায় সোমবার (১৯ ডিসেম্বর) তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা গেছে তিনি হিজাব পরে আছেন। ক্যাপশনে লেখেন, ‘নম্রতা মানবতার ফুল।’
পূজাকে এভাবে নতুন লুকে দেখে মুগ্ধ হয়েছেন তার ভক্ত অনুরাগীরা, যা ইতোমধ্যেই ভাইরাল। অনেকেই তার এই ছবির প্রশংসা করছেন।
পূজাকে এভাবে নতুন লুকে দেখে মুগ্ধ হয়েছেন তার ভক্ত অনুরাগীরা। তার এ ছবিতে বিভিন্ন রকম মন্তব্য করেছেন ভক্তরা। দৃতি হুমায়রা মৌ নামের একজন লিখেছেন, ‘সুবহানাল্লা’, সায়মন হোসেন খান অভি নামে একজন লিখেছেন, ‘মাসাআল্লাহ, মাই আপি লুকস সো প্রিটি’।
পরিচালক রায়হান রাফীর ‘পোড়ামন-২’ ও ‘দহন’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন পূজা চেরি।