আর্জেন্টিনার সমর্থক জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। অভিনেতা শরিফুল রাজকে ভালোবেসে বিয়ে করেছেন তিনি। বাবা-মা হয়েছেন তারা। সন্তানকে ঘিরে তাদের ঘর এখন ভালোবাসায় টইটম্বুর। ব্রাজিল সমর্থক স্বামী শরিফুল রাজকে দেওয়া কথা রাখতেই হলুদ জার্সি গায়ে জড়িয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করেন এই অভিনেত্রী।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে ব্রাজিলের জার্সি গায়ে ছবি পোস্ট করেন পরীমনি। ছবিতে রাজও ছিলেন। ছবির ক্যাপশনে পরী লেখেন, ‘বলেছিলাম আর্জেন্টিনা জিতে গেলে আমি ব্রাজিল সাপোর্টার রাজের জন্য সাতদিন ব্রাজিলের জার্সি পরে ঘুরব। এই যে ডে ওয়ান! রাজ ভালো থাইক্কো।’
প্রসঙ্গত, আর্জেন্টিনার জয়ে ব্যাপক উন্মাদনায় রয়েছেন পরীমণি। ছোট থেকেই মেসির ভক্ত তিনি। এবার বিশ্বকাপ পছন্দের দল আর্জেন্টিনার ঘরেই যাবেন বলে আশা পরীর। ক্রোয়েশিয়ার বিপক্ষের জয় যেন সেই আশাকে আরও ঘনীভূত হলো।