বিদেশ শিক্ষা স্কলারশিপ

স্কলারশিপ নিয়ে নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের সুযোগ

উচ্চশিক্ষায় এডিবির উন্নয়নশীল দেশের যোগ্যতাসম্পন্ন নাগরিকদের স্কলারশিপের মাধ্যমে স্নাতকোত্তরে অধ্যায়নের সুযোগ দিচ্ছে নিউজিল্যান্ড। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-জাপান স্কলারশিপ প্রোগ্রামের অর্থায়নে এই স্কলারশিপ প্রদান করা হবে। এডিপির আওতাভূক্ত সব দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২১ জুলাই ২০২৩।

সুযোগ সুবিধাসমূহঃ 
• অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ প্রদান করবে।
• রাউন্ড এয়ার টিকেট প্রদান করবে।
• অকল্যান্ডে বসবাসের মৌলিক খরচ প্রদান করবে।
• স্বাস্থ্য ও মেডিকেল ইন্সুরেন্সের খরচ প্রদান করবে।

দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-জাপান স্কলাশিপ প্রোগ্রাম ১৯৮৮ সালের এপ্রিলে প্রতিষ্ঠিত হয়। এই স্কলারশিপের মাধ্যমে অর্থনীতি, ম্যানেজমেন্ট, বিজ্ঞান ও প্রযুক্তি এবং অন্যান্য উন্নয়ন বিষয়ক বিষয়ে স্নাতকোত্তর কোর্স করানো হয়।

প্রোগ্রামসমূহ:
• মাস্টার অফ পাবলিক হেলথ।
• মাস্টার অফ সায়েন্স (এনভায়রনমেন্টাল সায়েন্স)।
• মাস্টার অফ আর্টস (ডেভেলপমেন্ট স্টাডিজ)।
• মাস্টার অফ  ইন্টারন্যাশনাল বিজনেস।
• মাস্টার্স প্রোগ্রাম ইন ইঞ্জিনিয়ারিং ।

আবেদনের যোগ্যতা
• একটি অনুমোদিত একাডেমিক প্রতিষ্ঠানে স্নাতকোত্তরে ভর্তি হতে হবে।
• স্নাতক ডিগ্রি থাকতে হবে।
• একাডেমিক ফলাফল ভালো  হতে হবে।
• দুই বছরের প্রফেশনাল অভিজ্ঞতা থাকতে হবে।( বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির পরে অর্জিত)।
• ইংরেজিতে দক্ষ হতে হবে।
• বয়স হতে হবে ৩৫ বছরের নিচে। তবে কিছু কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে বয়স হতে পারে সর্বোচ্চ ৪৫ বছর।
• স্বাস্থ্য ভালো হতে হবে।
• পড়াশোনা শেষে নিজ দেশে ফেরত যাওয়ার জন্য রাজি হতে হবে।

আবেদন প্রক্রিয়া: 
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।  আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন
https://www.auckland.ac.nz/en/study/international-students/scholarships-loans-and-funding/development-scholarships/asian-development-bank-japan-scholarship-program.html?fbclid=IwAR2b53LGC1atxDR6FsRJUQXOxq4hxAnyUiNqiIWyMuNV-BLYAD78dZBcaBs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *